এনএফবি,কলকাতাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মিম(Meme) বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ৷ কলকাতা পুলিশের গুন্ডা দমন ও গোয়েন্দা শাখার আধিকারিক সহ তারাতলা থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে নদীয়া থেকে গ্রেফতার করে তুহিন মন্ডলকে(৩০) ৷
জানাগেছে, গোঁরাচাদ রোডের বাসিন্দা সাগর দাস তারাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷একাধিক ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে তিনি লেখেন, আর্থিক লাভের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বিভিন্ন বক্তৃতাকে অবমাননাকর ভাবে পরিবেশন করা হয়েছে ৷ তার অভিযোগ পত্রের ভিত্তিতেই নদীয়া থেকে তুহিন মন্ডল কে গ্রেফতার করা হয়েছে ৷
West Bengal | Kolkata Police arrested a YouTuber Tuhin Mondal from Nadia's Taherpur for allegedly making offensive memes against CM Mamata Banerjee
— ANI (@ANI) September 28, 2022
He was arrested on September 26. His mobile phone has also been seized: Kolkata Police