চাকরির দাবিতে যুবশ্রীদের বিক্ষোভ

এনএফবি, জলপাইগুড়িঃ

চাকরির দাবিতে জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এসে বিক্ষোভ দেখালেন জেলার বিভিন্ন প্রান্তের যুবশ্রী সদস্যরা।

যোগ‍্যতার ভিত্তিতে প্রত‍্যেক যুবশ্রী সদস‍্যকে চাকরি দেওয়ার দাবি জানান তারা। মঙ্গলবার অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার জেলা কমিটির পক্ষ থেকে অবিলম্বে তাদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়। এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা‌য় প্রায় তিন হাজার যুবশ্রী সদস্য রয়েছে‌ন। ২০১৩ সাল থেকে তাদের প্রত‍্যেককেই রাজ‍্য সরকারের পক্ষ থেকে দেড় হাজার টাকা করে যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে। যদিও এবার তারা স্থায়ী চাকরির দাবি করছেন।

YouTube player

অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মনতোষ সরকার বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগ‍্যতার ভিত্তি‌তে আমাদের নিয়োগ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। যদিও এরপর প্রায় নয় বছর পেরিয়ে গেলেও চাকরি পাইনি আমরা। বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছি।