জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

যুবভারতীও কেঁপে উঠল রিমুভ এটিকে স্লোগানে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কর্তাদের আশ্বাসেও চিড়ে ভিজছে না মোহনবাগান সমর্থকদের আবেগে। এদিন যুবভারতীতে এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কা ব্লু স্টারের বিরুদ্ধে ৩৩ হাজার দর্শকের জন্য টিকিট ছাড়া হয়েছিল। লোক হলো চব্বিশ হাজারের কিছু বেশি, আর তাতেই এটিকে হটাও স্লোগান জোরদার হলো । ম্যাচের আগে দুই দল সারি দিয়ে দাঁড়ানোর সময়েই গ্যালারিতে ব্যানার ঝোলাতে থাকেন সমর্থকরা। একটি বড় টিফো ঝোলানো হয়। এ ছাড়া বিভিন্ন ব্যানারের কোনওটিতে লেখা, ‘আমরা সমর্থক, ক্রেতা নই।’ কোনওটিতে আবার লেখা, ‘আমাদের মোহনবাগান ফিরিয়ে দাও।’ টিফো, ব্যানার নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা আটকানো যায়নি । পুলিশের সঙ্গে ঝগড়া করেই মোহনবাগান সমর্থকরা মাঠে পোস্টার নিয়ে এলেন কেউ কেউ আবার দলের পুরোনো জার্সি পড়েই এলেন। দল পাঁচ গোলে জিতলেও সমর্থকরা বাড়ি ফেরার সময়ও রিমুভ এটিকে স্লোগান দিয়েই মাঠ ছাড়েন আর ভি আই পি বক্সে বসা এটিকে কর্তারা সেই সব কিছু দেখলেন।অনেকদিন ধরেই মোহনবাগান সমর্থকরা এটিকে সরানোর দাবি তোলেন। আর তৃণমূল নেতা কুনাল ঘোষ , বাগানের সহ সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সমর্থকদের এই দাবি তুলে ধরেছেন। ফেসবুক পোস্টও করেছেন তিনি। কুনাল আবার তৃণমূলের মুখপাত্র। আর সেই কারণেই তাঁকে নিয়ে দেবাশিস নবান্নে যাওয়ায় এই সম্ভাবনার কথা আরও একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। মঙ্গলবার,যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম‍্যাচে শ্রীলঙ্কার দুর্বল ব্লু স্টারকে ৫-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। কাউকো ও মনবীর দুটি করে এবং উইলিয়ামস একটি গোল করেন। এএফসি কাপে এটিকে মোহনবাগানের পরবর্তী ম‍্যাচ ১৯ এপ্রিল। প্রতিপক্ষ ঢাকা আবাহনী।

স্লোগান মুখর যুবভারতী

রয়কৃষ্ণা ও সন্দেশকে ছাড়াই দল মাঠে নামিয়ে ছিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু প্রতিপক্ষ দল ব্লু স্টার কোনও প্রতিরোধই গড়তে পারল না। এদিন ম‍্যাচের শুরু থেকেই প্রাধান‍্য নিয়ে খেলে গিয়েছে ফেরান্দোর ছেলেরা। মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে সবুজ-মেরুন শিবিরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন ব্লু স্টারের ফুটবলাররা। তবে তাদের খেলায় ধারাবাহিকতার অভাব রয়েছে।

আরও পড়ুনঃ যুবভারতীতে শ্রীলঙ্কার ব্লু ষ্টারকে পাঁচ গোলের মালা পরালো এটিকে মোহনবাগান