জুলাই 8, 2024
Latest:
জেলালেটেস্ট

ঝাড়গ্রামে শূন্য বিজেপি,আত্মপ্রকাশ ঘটলো বামেদের

এনএফবি, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রামে শূন্য হয়ে গেল বিজেপি। ঝাড়গ্রাম পুরসভায় বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করলো বামফ্রন্ট। পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস একটি ওয়ার্ডের সিপিআই এবং একটি নির্দল জয়ী হয়েছে।

২০১৩ পুরভোটের হুবহু একই চিত্র ফুটে উঠল ২০২২ এর পুর নির্বাচনে। ১৮ টি ওয়ার্ডের মধ্যে ২০১৩ তে ১৭ টি ওয়ার্ডের ভোট হয়েছিল। তার মধ্যে ১৬ টি ওয়ার্ড দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কেবলমাত্র এক নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিল সিপিআইএম। এবার ১৮ টি ওয়ার্ডের নির্বাচন হয় তার মধ্যে এক নম্বর ওয়ার্ড সিপিআই জয়ী হয়েছে এবং ১৬ নম্বর ওয়ার্ড নির্দল প্রার্থী নবু গোয়ালা জয়ী হয়েছেন। নবু গোয়ালা বরাবরই তৃণমূল করেন। ঝাড়গ্রাম জেলার কোর কমিটির সদস্যও ছিলেন নবু। এবারের নির্বাচনে নবুকে তৃণমূলের থেকে টিকিট না দেওয়ায় নবু নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। চারশোরও বেশি ভোটে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। অপরদিকে এক নম্বর ওয়ার্ড ও ১৬ নম্বর ওয়ার্ড বাদে বাকি ১৬ টি ওয়ার্ডের জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ।

২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন রয়েছে তার আগেই জঙ্গলমহলে বিজেপি পায়ের তলা থেকে মাটি সরে গেল একথা বললেই চলে পুর নির্বাচনের ফলাফল প্রকাশের পর । ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে উত্থান হয় পদ্ম শিবিরের । তারপর ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয় বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ঝাড়গ্রাম পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে দশটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি এবং বাকি আটটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিধানসভা নির্বাচনে চিত্রটা একেবারে পাল্টে যায়। সবকটি ওয়ার্ডে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূল ঝাড়গ্রাম পুরসভার ১৮ টি ওয়ার্ডের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হলেও ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তা না হলে পুরসভার ১৮ টি ওয়ার্ডে জয়ী হত তৃণমূল কংগ্রেস ।