একদিনে রেকর্ড ক্ষতির মুখে জুকেরবার্গ

এনএফবি, নিউজ ডেস্কঃ

ব্যাপক ক্ষতির মুখে ফেসবুকের মালিক সংস্থা মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গ। ২০১৫ সালের পর এই প্রথম বিশ্বের প্রথম দশজন ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গেলেন সোশ্যাল মিডিয়া জায়ান্ট সংস্থার মালিক।

শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়েছে সংস্থা, দর নেমেছে ২০ শতাংশেরও বেশি। হু হু করে কমছে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ২ ফেব্রুয়ারি জুকেরবার্গের সম্পত্তি ১২০.০৬ বিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ সম্পত্তি কমেছে প্রায় ২৪ বিলিয়ন ডলার। এর আগে একদিনে এতটা ক্ষতির মুখে পড়েননি।

আরও পড়ুনঃ কেন্দ্রের বিভিন্ন বিভাগে শূন্যপদ প্রায় ৯ লাখ