অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
৩২ বছরের ৬ ফুট ২ ইঞ্চির পেস বোলার স্কট বোল্যান্ডই উড়িয়ে দিল ইংল্যান্ডকে। তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ ওভার বল করে ৭ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসে এক উইকেট পান তিনি। দুই ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করলেন বোল্যান্ড। মাত্র ১৯ বলে ফাইফার পেলেন বোল্যান্ড। এর আগে এই রেকর্ড আছে অস্ট্রেলিয়ার আর্নি টসচাক ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের। অ্যাশেজ স্কোয়াডে বোল্যান্ড ইনজুরি কভার হিসাবে এসেছিলেন। বোল্যান্ডের দ্বিতীয় ইনিংসে শিকার হন হাসিব হামিদ, জো রুট, জ্যাক লিচ, অলি রবিনসন, জনি বেয়ারস্টো ও মার্ক উড। বিশ্ব রেকর্ড করে উচ্ছ্বাসে ভাসলেন এই পেস বোলার।