এনএফবি, মুর্শিদাবাদঃ
চব্বিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলার তিন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। একইসঙ্গে রঘুনাথগঞ্জে বোমাতঙ্ক।
দৌলতাবাদ থানার গৌরীপুর এলাকায় পাটের জমিতে তিনটি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার জমিতে পাট কাটতে গিয়ে স্থানীয় চাষীরা বোমাগুলো দেখতে পায়। তারপর দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসার পর বোমা তিনটি দেখতে পায়। ঘটনাস্থলে সারা রাত্রি পাহারা দেয় পুলিশ প্রশাসন। বোম নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়।
বড়ঞা ব্লকের দুটি এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
রবিবার বড়ঞা থানার অন্তর্গত নিমা গ্রাম থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ। পাশাপাশি এদিন ওই একই থানার অন্তর্গত সুন্দরপুর গ্রাম থেকেও বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। একই দিনে বড়ঞা থানা এলাকার দুটি জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পাশাপাশি এ দিন রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখাঁন দিয়ারে এক ব্যক্তির ঘরে পোঁতা জার ঘিরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে জারটি মাটিতে পোঁতা রয়েছে।
তবে, কিছুটা অংশ দেখা যাচ্ছে। জারের মধ্যে কী আছে তা এখনো স্পষ্ট নয়। তবে, জারে বোমা থাকতে পারে বলে অনুমান এলাকাবাসীর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ বোম্ব স্কোয়াডকে খবর দেয়।
রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, জারে বোমা নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।