অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
কাজে লাগল না জসপ্রীত বুমরার (৫/১০) বিধ্বংসী বোলিং। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।
জয়ের খোঁজে মরিয়া নাইটরা এদিন দলে পাঁচটি পরিবর্তন করেছিল। কিন্তু প্রথম ১০ ওভারে এক উইকেটে ৮৭ রান তুলেও পরে নাইটদের আটকে দেন বুমরা। বেঙ্কটেশ আইয়ার (২৪ বলে ৪৩) ও নীতীশ রানা (২৬ বলে ৪৩) ভালো রান পেলেও শেষ সাত ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তোলে কেকেআর। শেষমেশ ১৬৫/৯-এ পৌঁছায় দল।
মুম্বই শুরু থেকেই বিতর্কিত আম্পায়ারিং-এর সম্মুখীন হয়। ঈশান কিষাণ ৪৩ বলে ৫১ রান করলেও বাকিরা কেউ কুড়ির কোঠায় পৌঁছতে পারেননি। প্যাট কামিন্স ২২ রানে তিনটি ও আন্দ্রে রাসেল ২২ রানে দু’উইকেট নিয়েছেন। ১৭.৩ ওভারে মাত্র ১১৩ রানেই অল আউট হয়ে যায় মুম্বই।