এনএফবি, কোচবিহারঃ
নিজের অপহরণের পরিকল্পনা করে বাবা মায়ের থেকে টাকা আদায়ের চেষ্টা করল ছেলে। কোচবিহারের মাগপালার নারায়ণ ভৌমিক তার ছেলের অপহরণের কথা জানান। তিনি বলেন এই মাসের ২৫ তারিখে তার ছেলে নিখোঁজ হয়ে যায়। তারপর সে বাড়িতে ফোন করে বাবা-মায়ের কাছে ক্রমাগত অর্থ দাবি করতে থাকে। এবং সে বাড়িতে এটাও বলে, তাকে কিছু দুষ্কৃতী অপহরণ করেছে। তার কাছ থেকে মুক্তিপন দাবি করছে।
এই খবর জানার পর নারায়ণ বাবু তার ছেলের অ্যাকাউন্টে ২০,০০০/ টাকা জমা দেন। এরপর তিনি কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন পুলিশ। তদন্তে নামার পর পুলিশ জানতে পারে, ছেলেটিকে তার মোটর সাইকেল সহ কোচবিহারে খোঁজ পাওয়া যায়।
জানা যায় ছেলেটি কোচবিহারে হোটেলে ওঠার চেষ্টা করছিলো। কিন্তু কোন ঘর না পাওয়ায় ঘোরাঘুরি করতে থাকে। আজ দুপুর ১২টার দিকে ছেলেটির মোবাইলের টাওয়ার লোকেশন থেকে জানা গেছে ছেলেটি কোচবিহারের মিনি বাস টার্মিনাসের কাছে আছে। এরপর ছেলেটিকে পুলিশ ধরে নিয়ে আসে থানায়।
বাড়িতে খবর দেওয়া হলে ছেলেটির বাবা মা থানায় আসে। পুলিশের অনুমান, ছেলেটির মানসিক অবস্থা ঠিক নেই। তাই পুলিশ কর্তারা ছেলেটিকে মানসিক চিকিৎসার কথা জানান তার অভিভাবককে।
তদন্তে জানা গিয়েছে, নিখোঁজ ছেলেটি অনলাইন গেমের জন্য তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সে ঋণ পরিশোধ করতে পারেনি। তাই সেই ঋণ পরিশোধের জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়ে তার ঋণ পরিশোধের জন্য এই পরিকল্পনা করেছিল।