স্থানীয়

গ্রামীণ হাসপাতালের সিলিং ভেঙে বিপত্তি

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

গ্রামীণ হাসপাতালের সিলিং ভেঙে বিপত্তি। ঘটনায় কমবেশি আহত এক শিশুসহ ৬ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতাল চত্বরে। সূত্রে জানা যায় সোমবার বিকেলের পর হঠাৎই গ্রামীণ হাসপাতালের একটি ওয়ার্ডের সিলিং ভেঙে পড়ে। সেই সময় ওই ওয়ার্ডে শিশু,মহিলা সহ ২৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় ওই ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে জন রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা হাজির হন। উপস্থিত হন বিডিও সেক ওয়াসিম রেজা। পাশাপাশি গোটা ঘটনার পরিদর্শন করেন বিএমওএইচ, তবে বিডিও ও বিএমওএইচ এর বক্তব্য, বহু পুরাতন এই হাসপাতাল। যার কারণে এই ঘটনা ঘটেছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরিকাঠামোর অভাবের কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।

নিজস্ব চিত্র