পারিশ্রমিক চাইতে গেলে চুল্লিতে ফেলে দেওয়া হয়- অভিযোগ ভাটা মালিকের বিরুদ্ধে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

ইঁট ভাটায় কাজ করতে গিয়ে টাকা চাওয়ায় আগুনে ফেলে দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়না থানার দুবরাজপুরে একটি কেজিবি ইটভাটায়।

অভিযোগকারী, হলদিয়া সুতাহাটা থানার কুকড়াহাটি অঞ্চলের মতিরামপুর গ্রামের বাসিন্দা শুভঙ্কর কোটাল(২৩)।

তিন মাস কাজ করার পর টাকা চাইলে টাকা না দেওয়া মালিক বাড়ি চলে আসে শুভঙ্কর। বাড়িতে মালিক এসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। তারপর দিন কয়েক কেটে যাওয়ায় পরেও টাকা না দেওয়ায় পুনরায় পারিশ্রমিক চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বচসা হয় ১৩ ফেব্রুয়ারি রাত্রে। অভিযোগ, তারপরেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ভাটার চুল্লিতে। চিৎকার শুনে ভাটায় কর্মরত শ্রমিকরা ছুটে এসে তাকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়।

বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুভঙ্কর। পরিবারের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।