এনএফবি, নিউজ ডেস্কঃ
পার্লামেন্টে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা এবং রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। দুপুর আড়াইটা থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট অধিবেশন দুই পর্বে চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
১ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কাল সকাল ১১টায় ২০২২-২৩ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত।
একদিকে মহামারি অন্যদিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি কোন দিকে তার দিকেই তাকিয়ে সংশ্লিষ্টমহল।