ফিচাররাজ্য

মানবিক হতে পারেন না- দুয়ারে সরকার ক্যাম্পে জেলাশাসকের ধমক

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

গতকাল ময়নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার কর্মসূচি চলছিল৷ বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সময় সেখানে আচমকাই ছদ্মবেশে সাধারণ মানুষের অভিযোগ শুনেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাজি।

হঠাৎ সেই কর্মসূচিতে এসে হাজির হন। চারি দিকে ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শুনেন। এক উপভোক্তা জমির রেকর্ড করতে এসে জেলাশাসককে কাছে পেয়ে তার জমির রেকর্ড করে না দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ঘোরানো হচ্ছে অভিযোগ করায় জেলাশাসক ওই দফতরের আধিকারিককে ধমক দেন বলেও জানা গেছে।

পরে জেলাশাসক বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে মানুষকে হ্যারাসমেন্ট করছেন। আপনারা একটু মানবিক হতে পারেন না। জেলাশাসক বলেন সাধারণ মানুষকে হয়রানি হতে হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।