আবাস যোজনার সরেজমিন তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন হয়েছে কি না তা খতিয়ে দেখতে এবার রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় তদন্তে এসেছে কেন্দ্রের একটি প্রতিনিধি দল। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বাংলা আবাস যোজনার বাড়ি ধার্য করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই রাজ্যে এসেছেন কেন্দ্রের প্রতিনিধি দল ।

শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার বিশ্বাস, মথুরি, ধলহরা সহ বিভিন্ন এলাকায় গিয়ে বাংলা আবাস যোজনার বাড়ি গুলির অবস্থা খতিয়ে দেখেন তারা । প্রতিনিধি দল লক্ষ্য করেন, বেশির ভাগ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লেখা থাকলেও সেই বোর্ড মাত্র ৭ দিন আগে লাগানো হয়েছে। বেশ কিছু পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য টাকা পাওয়া সত্ত্বেও বাড়ি এখনও সম্পূর্ণ করেনি। অথচ ওই বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার পুরো টাকা পেয়ে গিয়েছেন। ওই সমস্ত বাড়িগুলিতে যাঁরা বসবাস করছেন তাঁদের সঙ্গেও কথা বলেন এবং বাড়িগুলির বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।অনেক পরিবার বলতে পারেনি যে কোন যোজনায় বাড়ি পেয়েছেন। আবার অভিযোগ উঠেছে বেশ কিছু পরিবার বাড়ি তৈরি করার জন্য ১০০ দিনের মজুরি টাকার প্রাপ্য বকেয়া এখনও বাকি রয়েছে। এরপর পরিদর্শনের শেষে তমলুকের পথে রওনা দেন কেন্দ্রীয় প্রতিনিধিদল।