মহার্ঘভাতা বৃদ্ধির ইঙ্গিত কেন্দ্রীয় সরকারি কর্মীদের

এনএফবি,ওয়েবডেস্কঃ

দুর্গাপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়তে চলেছে। এমনই জানানো হয়েছে একাধিক প্রতিবেদনে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চার শতাংশ বাড়ানো হচ্ছে ডিএ। সেক্ষেত্রে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সংকেত পড়েছে। তার ফলে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ ডিএ পাবেন।

তবে ডিএ বৃদ্ধি নিয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, পরবর্তী এক ঘণ্টার মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবে কেন্দ্রীয় সরকার। বর্ধিত ডিএ ২০২২ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে বলে সূত্রের খবর।

YouTube player