এনএফবি, কলকাতাঃ
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আগামী রবিবার দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভবনা। চলতি সপ্তাহে কয়েকদিন হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গেও হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশকুমার দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে রবিবার নাগাদ সমগ্র দক্ষিণবঙ্গেই সামান্য বৃষ্টি হতে পারে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বেশি হতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও তাপমাত্রা স্বাভাবিকেরও নিচে। উত্তুরে হাওয়াও সক্রিয়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা উর্ধবমুখী হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ছুটি বাদে খোলা থাকবে লাইব্রেরি