জেলাফিচার

রাজ্যসভায় টিকিট না পাওয়ায় দল বদল,কপিল প্রসঙ্গে মন্তব্য অধীরের

এনএফবি,মুর্শিদাবাদঃ

কংগ্রেসে ভাঙন। দল ছাড়লেন প্রবীণ নেতা কপিল সিব্বল। যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। মনমোহন জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এই প্রবীণ নেতা।

কপিল সিব্বলের সমাজবাদী পার্টিতে যোগদান নিয়ে এবারে মুখ খুললেন লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। এদিন অধীর বাবু বলেন, “কপিল সিব্বলকে কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার টিকিট কনফার্ম করতে পারেনি তাই পালিয়েছে। কারণ আমাদের অত এমএলএ নেই অত সিট নেই। সারা জীবন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, কখনও মন্ত্রী থেকেছে কখনও এমপি থেকেছে। কংগ্রেসের যা এমএলএ সংখ্যা তা থেকে টিকিট পাবেনা, তাই পালিয়েছে। টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি তাই কংগ্রেসকে খারাপ লাগছে। এদের কোন জাত নেই।”

YouTube player