স্টুডেন্ট ইন্টার্নশিপ ঘোষণা মুখ্যমন্ত্রীর, নিয়োগ ৬ হাজার

এনএফবি, কলকাতাঃ

সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে রাজ্যে ওয়েস্টবেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর এই প্রকল্পে রাজ্য সরকারের বিভিন্ন কাজে ৬ হাজার জনও ইন্টার্নশিপ নিয়োগ করা হবে। প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রশাসনিক কাজের দক্ষতা অর্জন করতে পারবেন পড়ুয়ারা। কাজের শেষে ইন্টার্নদের দেওয়া হবে সার্টিফিকেট।

একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আজাদ হিন্দ বাহিনী তৈরির ঘোষণাও করেন। প্রথমে জঙ্গলমহল, শিলিগুড়ি, কলকাতা এবং ব্যরাকপুরে তৈরি হবে এই বাহিনী। স্লোগান তৈরির করা হবে বলেও জানান মমতা।