দেবীপক্ষ শুরুর আগেই একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

এনএফবি, কলকাতাঃ

এখনো পিতৃপক্ষের অবসান হয়নি ৷ আর তাই দেবীপক্ষের সূচনার আগেই রাজ্যে পুজোর ঢাকে কাঠি পড়েগেলো ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন তার মধ্যে অন্যতম উত্তর কলকাতার টালা প্রত্যয়ের পুজো।

ঘড়িতে পাঁচটার বাজার বেশ কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী হাজির হন পুজোর উদ্বোধনে ৷ সঙ্গে ছিলেন সুজিত বসু, নচিকেতা চক্রবর্তী ও বিধান নগরের মেয়র শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী ৷ প্রত্যয়ের পুজো মন্ডপে মুখ্যমন্ত্রী পৌঁছে ঘুরে দেখলেন ৷ তারপর জানালেন খুব সুন্দর পুজোর আয়োজন এবং এখানকার উদ্যোক্তারা খুবই ভালো পুজো করে ৷ গত বছরই আসার ইচ্ছে ছিল, আসা হয়নি এই বছর দুটো পুজো বাড়িয়েছি ৷ প্রত্যয়ের পুজো মন্ডপে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি হাত নাড়েন এবং বলেন, সাত দিন সাতটা শাড়ি পরবেন এবং নিজেও সাত দিন সাতটা শাড়ি একই সাথে ঠিক করে নিয়ে পরেন তা জানাতে ভুললেন না। তিনি আরো বলেন, আগামী বছর আবার আসবেন এবং এখান থেকে সরাসরি টালা ব্রিজ উদ্বোধনে যাচ্ছেনা বলে জানান তিনি ৷

এককথায় পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী আজ এলাকাবাসীর মন জয় করে গেলেন আর তাই সমস্বরে আওয়াজ উঠেছে জয় বাংলা।