সুব্রতর চেয়ারে মুখ্যমন্ত্রীর ভাই

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নতুন পালক জুড়ে গেলো মুখ্যমন্ত্রীর ছোটো ভাই তথা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। অ্যামেচার কবাডি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার সভাপতি পদে বসলেন স্বপন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ছিলেন এই সংস্থার সভাপতির দায়িত্বে। তাঁর মৃত্যুর পর ওই পদে বসলেন তিনি। দায়িত্ব পেয়ে স্বপন বন্দ্যোপাধ্যায় জানালেন,”আমি খুবই খুশি, এই নতুন দায়িত্ব পেয়ে। সব থেকে ভাল লাগছে টেবিল টেনিসেও আমি সব পক্ষকে আগে একই ছাদের নিচে আনতে পেরেছিলাম। এখানেও সুব্রত মুখোপাধ্যায়ের মত পোড় খাওয়া ব্যক্তিত্ব এত দিন যা করার চেষ্টা করছিলেন তা আমি আজ প্রেসিডেন্ট হওয়ার পরই করে দেখাতে পেরেছি। আজ সব তিক্ততা ভুলে সবাই একই মঞ্চে এসে দাঁড়িয়েছে, কবাডি ফেডারেশনের উন্নতির জন্য। এখন আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটাই লক্ষ্য, কবাডির ছেলে মেয়েদের জন্য আরও উন্নতমানের পরিকাঠামোর ব্যবস্থা করা। আমার পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একটা ফলক বসানোর অনুমতির জন্য। টেন্ট মেরামত ও মাঠের কিছু কাজের জন্য সেনা বাহিনীকে চিঠি পাঠাবো। আর সবাইকে নিয়ে চলার চেষ্টা করব।”

কিছুদিন আগে ১৯তম এশিয়ান গেমসে ডেপুটি শেফ দ্য মিশনের বড় দায়িত্ব পেয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। আগামী সেপ্টেম্বর মাসে চিনে আয়োজিত হবে এশিয়ান গেমস, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই। একইসঙ্গে বেঙ্গল কবাডি ও বেঙ্গল হকির সভাপতি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিবও। স্বপন বন্দ্যোপাধ্যায় আগামী বাগান নির্বাচনে সচিব পদে দাঁড়াতে পারেন বলেও শোনা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে বাংলা কবাডির সঙ্গে জড়িত থাকা বিশ্বজিত পালিত জানান,”বাবুন (স্বপন বন্দোপাধ্যায় ) আমাদের যখন দরকার পড়েছে কোনো না কোনো ভাবে সাহায্য করেছে। এবারেও আমরা ফের আমাদের পাশে পেলাম ভালো লাগল। করোনার জন্য গত কয়েক মাসে অনেক অসুবিধা হয়েছিল। আশা করছি বাংলার কবাডি ফের ঘুরে দাঁড়াবে।”