দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষ, আহত ১২

এনএফবি,মালবাজারঃ

দুই পরিবারের পুরোনো বিবাদের জেরে ধুন্ধুমার কাণ্ড বাধল এলাকায়। ওদলাবাড়ির বর্মনপড়া এলাকার ঘটনা। ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের ১২জন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে ।

জানা গেছে ,সোমবার রাতে একটি বিয়েবাড়িতে একই এলাকার দুই পরিবারের মধ্যে পুরোনো বিবাদকে কেন্দ্র করে বচসা এবং পরে সংঘর্ষ হয়। জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে একটি পরিবার আবার এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য নিতাই বর্মনের নিকটাত্মীয়। বিবাদে জড়িয়ে আহত হন নিতাইবাবু ও তাঁর ছেলেও।

নিতাইবাবু জানান, গতকাল রাতে বিবাদ থামিয়ে দু’পক্ষের তরফ থেকে পরে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয়। কিন্তু মঙ্গলবার আবার বিবাদ মেটা তো দূর , রীতিমতো লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে ফের সংঘর্ষের শুরু হয়। ঘটনায় দুই পক্ষের ১২ জন আহত হন।

আহতদের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কয়েকজনকে শিলিগুড়িতে রেফার করা হয়। খবর পেয়ে প্রথমে হাসপাতালে এবং পরে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ এবং ওদলাবাড়ি অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী।

মাল থানার আইসি সুজিত লামার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বর্মনপাড়ায় যায়। আইসি জানান, এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।