কোচ ভালো হলেই হবে না দেখতে হবে কেমন প্লেয়ার আছে বললেন রহিম নবি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকে আগামী মরশুমের জন্য আইএসএলে কোচ হিসেবে নিয়োগ করেছে ইস্টবেঙ্গল। স্টিফেন কি পারবেন লাল হলুদের গত দুই মরশুমের ব্যর্থতার খরা কাটাতে! এই বিষয়ে স্টিফেনের কোচিংয়ে খেলা প্রাক্তন ফুটবলার রহিম নবি কিন্তু বলছেন,”কোচ ভালো হলে তো হবে না দেখতে হবে তোমার কাছে কেমন প্লেয়ার আছে। অবশ্যই উনি কোয়ালিটি সম্পন্ন কোচ, টিম গেম পছন্দ করে। লড়াই পছন্দ করে। কিন্তু দেখতে হবে কেমন টিম তৈরী হয়।” ডুরান্ড কাপে রহিম নবিদের নিয়ে প্রাক্তনদের কমিটি প্রস্তাব দিয়েছে যে ১৬ আগস্ট ইস্টবেঙ্গলের ডার্বি দিয়ে মরশুম শুরু করতে না। নবি জানাচ্ছেন,” মনে হয় না কিছু হবে বলে কারণ সূচি তৈরী হয়েছে সেটা পাল্টানো মুশকিল।”

এদিন কলকাতার সাইতে ৬১ তম সুব্রত গোল্ড কাপ উদ্বোধনে উপস্থিত ছিলেন রহিম নবি। ফাইনাল আগামী শনিবার।দীর্ঘ দুই বছরের অতিমারী কাটিয়ে ফের শুরু হচ্ছে সুব্রত গোল্ড কাপ। Cisce ফের এই স্কুল ফুটবল ফিরিয়ে আনলো। রহিম নবি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানালেন,” এই ধরণের টুর্নামেন্ট আগামী প্রজন্মকে ফুটবল খেলতে উৎসাহী করে আমরা এই ধরণের টুর্নামেন্ট দেখে আসছি। অনেক প্রাচীন টুর্নামেন্ট।” সুব্রত গোল্ড কাপ -১৯৬০ সালে বায়ু প্রধান চিফ মার্শাল সুব্রত মুখার্জী উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়। তার লক্ষ ছিল তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা ভারতীয় ফুটবলে। প্রথমে ৫০ টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এখন ৩৪০০০ স্কুল অংশ নেয় এই প্রতিযোগিতায়। প্রত্যেক বছর ব্রাজিল, সুইডেন, ইউক্রেনের, বাংলাদেশের মত বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিরা আসেন। রহিম নবি ছাড়াও বাইচুঙ ভুটিয়া, রবিন সিং, শ্যাম থাপারা এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন।