ক্রীড়া

শোকপ্রকাশ ফিফার

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছিলেন পেলে। অবশেষে ৮২-তে এসে থামলেন তিনি। বিশ্বফুটবলে বিরাট একটি শূন্যস্থান তৈরি করে চলে গেলেন পেলে। তাঁর প্রয়াণে শোকাহত বিশ্বফুটবলের নিয়ামক সংস্থাটি।

শুক্রবার একটি টুইট করে তারা জানিয়েছে, “ফিফা এবং সমগ্র ফুটবল জগৎ পেলের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। রেস্ট ইন পিস পেলে। তোমার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে এবং তাঁদের সকলের প্রতি যাঁরা তোমায় খেলতে দেখেছে।”

অন্যদিকে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, “যাঁরা এই খেলাটাকে ভালবাসা তাঁরা কখনওই চাননি এই দিনটা আসুক, সেটা চাননি। পেলেকে হারিয়ে ফেললাম আমরা।”

ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময়টাই স্যান্তোসের হয়ে খেলেছেন পেলে। স্যান্তোসের হয়ে খেলে তাদের ট্রফি সাজানোর ঘর ভর্তি করে দিয়েছেন কিংবদন্তি ব্রাজিলীয়ান ফুটবলার। তাঁর সময়কালে লাতিন আমেরিকার অধিকাংশ টুর্নামেন্টের ট্রফি জিতেছে স্যান্তোস। এই ক্লাবের হয়ে ৬০৬ ম্যাচে ৬১৮ গোল করেছেন তিনি। পেলে’র প্রয়াণের পর হতাশায় একটি শব্দও খরচ করেনি স্যান্তোস। তারা নেটমাধ্যমে একটি মুকুটের ছবি দিয়ে লিখেছে, চিরন্তন।