+এনএফবি, জলপাইগুড়িঃ
উৎসবের মেজাজ জলপাইগুড়ির চার্চে।কুড়ি বছর পর কনফার্মেশন অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়ি শহরের প্রাচীন চার্চ স্যান্ড মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চে ।যেখানে উপস্থিত ছিলেন কলকাতার বায়োসিসের বিশপ রেভারেন ডক্টর পরিতোষ ক্যানিং। এই দিন কলকাতা থেকে আগত বিশপকে একটি বরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার্চে নিয়ে আসা হয়।এরপর একটি প্রার্থনা অনুষ্ঠানের পর কনফার্মেশনের আয়োজন হয়।শিলুগুড়ি থেকে আটজন ও জলপাইগুড়ি থেকে একজন এই কনফার্মেশন করেন।
এই চার্চের সম্পাদক ভোলা মন্ডল বলেন, এই ধরণের অনুষ্ঠানের আয়োজন অনেক বছর পর হলো ,যা দেখতে অসংখ্য খ্রীষ্টান ধর্মের মানুষ এসেছিল।আগে অন্য জায়গায় গিয়ে কনফার্মেশন করতে হতো,কিন্তু এই বার এখানে হলো।