ফিচারস্থানীয়

জলঙ্গিতে ভেজাল পেট্রোপণ্য বাজেয়াপ্ত ,ধৃত ১

এনএফবি, মুর্শিদাবাদঃ

মুদির দোকানে ভেজাল পেট্রোপণ্য বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার পুলিশ জলঙ্গির কালিতলা এলাকার একটি মুদি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন বাজেয়াপ্ত করে । জানা গিয়েছে ওই মুদি দোকানে দীর্ঘদিন ধরে ভেজাল পেট্রোল ডিজেল বিক্রি করা হচ্ছিল ৷ সর্বোপরি দোকানে বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন অবৈধভাবে জমায়েত করা হচ্ছিল ৷ এই খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ নড়েচড়ে বসে ৷ সেই দোকানে তল্লাশি চালিয়ে পেট্রোল, ডিজেল, কেরোসিন বাজেয়াপ্ত করার পাশাপাশি মুদির দোকানদার কে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ। জানা গিয়েছে গোলাম মর্তুজা নামের মুদির দোকানদার দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ৷

জলঙ্গি থানার পুলিশ, ধৃত গোলাম মর্তুজা নামের ওই মুদি দোকানদারকে শনিবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করে।

উদ্ধারকৃত পেট্রোপণ্য ৷ নিজস্ব চিত্র