এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ
লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন। শনিবার সেই উপলক্ষে আয়োজিত কংগ্রেসের বৈঠকে উপস্থিত ভোট কুশলী প্রশান্ত কিশোর। সূত্রের খবর, ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের রোড ম্যাপ কেমন হওয়া উচিৎ তা নিয়ে একটি রিপোর্টও জমা দেন তিনি।
জানা গেছে, রাহুলরা চাইছে প্রশান্ত কৌশলী হিসাবে নয় কর্মী হিসাবে কাজ করুক। তবে পিকে কী করবেন তা এখনও জানা যায় নি। প্রশান্ত এ দিনের বৈঠকে কংগ্রেসকে পরামর্শ দিয়েছে, সামনের লোকসভা নির্বাচনে কংগ্রেসের উচিৎ শুধুমাত্র সেই আসনগুলিতে ফোকাস করা যেখানে তারা তুলনামূলক ভালো অবস্থায় আছে। তাঁর মতে কংগ্রেস যদি চব্বিশের লোকসভা নির্বাচনে ৩৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা লাভবান হবে।
এই বৈঠক সম্পর্কে কেসি বেণুগোপাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দলের পক্ষ থেকে একটি গঠন করা হয়েছে। প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে তা বড় রাজনৈতিক বাজি ধরা হবে। বাংলার বিধানসভা নির্বাচনের পর পিকে জানিয়েছিলেন যে তিনি আর কৌশলী হিসাবে কাজ করতে চান না। এই অবস্থায় তাঁর রাজনৈতিক অবস্থান কী হয় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।