এনএফবি, মালদাঃ
তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা। ঘটনায় দু’পক্ষের আহত প্রায় ১৫ জন। ভাঙচুর চালানো হয়েছে দু’দলেরই দলীয় কার্যালয়ে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মালদার রতুয়া ২ ব্লকের মির্জাতপুর এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা। ঘটনায় আহতরা চিকিৎসাধীন আড়াইডাঙ্গা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। গোটা ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা মারধরের অভিযোগ তুলেছে কংগ্রেস ও তৃণমূল।
মির্জাতপুর এলাকায় শনিবার রাতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসে। দু’দলের অভিযোগ, দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। একদিকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি শেখ শাহজাহানের নেতৃত্ব অন্যদিকে কংগ্রেসের স্থানীয় নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে দুই দলেরই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। একাধিক মোটর বাইককে ভাঙচুর করা হয়। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
রবিবার সকাল থেকেই এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। মোতায়েন রয়েছেন বিশাল পুলিশ বাহিনী