স্থানীয়

কোলাঘাটে করোনা সচেতনতা, প্রচারে পুলিশ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মহামারি করোনা ভাইরাসের থাবায় বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন,প্রাণও গেছে বহু মানুষের ৷ এই মারণ ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর তৃতীয় ঢেউয়ে ফের ছড়িয়ে পড়ছে সংক্রমণ ৷ তারই মাঝে নতুন করে দেখা দিয়েছে ওমিক্রন আতঙ্ক ৷ ইতিমধ্যেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ৷

বিভাস দলুই, আইসি কোলাঘাট ৷ নিজস্ব চিত্র

এদিন , সাধারণ মানুষের সচেতনতা ফেরাতে এবার পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পুলিশ এবং স্থানীয় সংকেত ক্লাবের সদস্যরা ৷ জানা গিয়েছে, সপ্তাহে সোমবার ও শুক্রবার দুই দিন কোলাঘাটে হাট বসে ৷ জেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে বহু ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় এই হাটে ৷ শুক্রবার বেলা নাগাদ স্থানীয় ক্লাব সংগঠন এবং কোলাঘাট থানার পুলিশের উদ্যোগে হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা বাড়াতে মাইকিং করা হয় ৷ এদিন হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিধান করা এবং স্যানিটাইজার ব্যবহার করা এই বিষয় নিয়ে সচেতন করা হয় ৷ পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে কড়া নির্দেশ দেওয়া হয় যে আগামী দিনে এই স্বাস্থ্যবিধি অমান্য করলে ওইসব অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ ৷

তবে প্রশাসন এবং ক্লাব সংগঠনের এই কর্মসূচিতে আদৌ কি হুঁশ ফিরবে সাধারণ মানুষের তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।