এসএসসি চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ আদালতের

এনএফবি, কলকাতাঃ

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার-ই এসএসসি চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ আদালতের। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে, এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসাবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট। একইসঙ্গে চেয়ারম্যানকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

এসএমএসে কীভবে তিনদিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেইল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশ পত্র? জানতে চেয়েছে আদালতের সিঙ্গেল বেঞ্চ। পাশাপাশি মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগ দিতে নির্দেশ।

মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এসএসসি চেয়ারম্যান শুভঙ্কর সরকার। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিচারাধীন বিষয়,কোনও মন্তব্য করবো না।”