এনএফবি, মুর্শিদাবাদঃ
হরিহরপাড়া নিয়ামতপুর এলাকায় সিপিআইএম কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই। ধৃতদের নাম ঈদেল সেখ (২০) ও আলাউদ্দিন সেখ (৪২)।
জানা যায়, ভোটের দিন তৃণমূল ও সিপিআইএমের দুই পক্ষের সংঘর্ষে আহত হন সাত জন সিপিআইএম কর্মী। গুরুতর জখম অবস্থায় রেন্টু শেখ নামে এক সিপিআইএম কর্মী কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার দুপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী জান্নাতুল বিবি। ঘটনায় ২২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দুই অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে হাজির করা হয়েছে।