জেলা

নব নির্বাচিত তৃণমূল প্রার্থীর স্বামী গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এনএফবি, মুর্শিদাবাদঃ

গ্রেফতার সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর স্বামী। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ায়। ধৃতের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে হরিহরপাড়া থানার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে নব নির্বাচিত জয়ী তৃণমূল মহিলা প্রার্থীর স্বামীকে আটক করে। ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল-সহ এক রাউন্ড গুলি। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম শরিফুল ইসলাম। ধৃত স্বরুপপুর এলাকায় বাসিন্দা। পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয় তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

উল্লেখ্য ভোটের পরের দিন গত ৯ জুলাই স্বরুপপুর গ্রাম পঞ্চায়েতের দাউদের মোড়ে একটি দোকানে এসইউসিআই কর্মী সোহেল রানাকে বন্দুক উঁচিয়ে মারতে দেখা যায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, সেই সিসিটিভি ফুটেজ।শরিফুল ইসলামের নামে অভিযোগ দায়ের হয় হরিহরপাড়া থানায়।