জেলাফিচার

ফরাক্কার গঙ্গায় কুমির, আতঙ্ক

এনএফবি, মুর্শিদাবাদঃ

রবিবার সকালে ফরাক্কা ব্যারেজে দেখা মিলল কুমিরের। ফরাক্কা ব্যারেজের ১২নং গেটে কুমির দেখা যায় বলে জানা যায়। তারপরে ফরাক্কার ডাউন স্টিমের গঙ্গায় পুনরায় দেখা যায় সেই কুমিরটিকে। মৎস্যজীবিরা মাছ-ধরার সময় তাদের জালে সেই কুমির আটকে গিয়ে সেই জাল ছিঁড়ে বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফরাক্কা বিট অফিসার প্রভাস কুমার মন্ডল।

লাল্টু হালদার, মৎস্যজীবী। নিজস্ব চিত্র

সূত্রের খবর, রবিবার ও সোমবার ছট পুজো উদযাপিত হচ্ছে তার মাঝেই এই ঘটনায় যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, পাশাপাশি কুমিটিও ঠিক থাকে তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে।