স্থানীয়

বালুরঘাটে নীল পুজোর শেষে চড়কের উৎসবে ভক্তদের ভিড়

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ‌

চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের প্রথম দৃশ্য ধরা পড়লো বৃহস্পতিবার। সংক্রান্তির আগের রাতে মহাদেবের নীল পুজো সেরে শ্মশান থেকে বাড়ি ফিরতে দেখা গেল চড়কের ভক্তদের।

বৃহস্পতিবার চড়ক উৎসব হলেও বালুরঘাট শহরে ভোরের ছবিটা একটু অন্যরকম। রাস্তার দুই ধারে প্রত্যেকবারের মত এবারও দেখা গেল হাজরা। যদিও করোনাকালে লোক সংখ্যাটা অনেকটাই কম দেখা গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার হাজরা দেখার ঢল নেমেছে বালুরঘাটের বুকে। জানা যায়, বালুরঘাটে এ. কে গোপালন কলোনি এলাকার চড়ক সন্ন্যাসীরা সারারাত শ্মশানে নীল পুজো করে থাকেন।

আর সেই পুজো সেরে পরেরদিন সন্ন্যাসীরা হাজরা রূপ ধারণ করে বাড়ি ফেরেন। আর এই ঐতিহাসিক দৃশ্য দেখার জন্য কাকভোর থেকেই ভক্তদের ভিড় জমে বালুরঘাটের রাস্তায়।