অর্থনীতি

ফের বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল জনজীবন। ১০ মার্চ চার রাজ্যের ভোট গণনার পর থেকে প্রতিদিন বাড়ছে পেট্রোপণ্যের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের বাড়ল তাঁদের মহার্ঘভাতা বা ডিএ (DA)। সংবাদ সূত্রে জানা গেছে, ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে বুধবার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বেড়ে দাঁড়াল ১৩৪ শতাংশ। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হবে।