স্থানীয়

দমকল পৌঁছানোর আগেই পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

এনএফবি, মালদাঃ

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দিনমজুরের বাড়ি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে রতুয়া-১ ব্লকের রুকুন্দিপুর গোস্বামী পাড়ায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দিনমজুর পরিবারের একটি বাড়ি।
ছাদের উপর ফুসের বাড়ি থাকায় আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। দমকলে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে সময় মতো পৌঁছাতে পারিনি দমকলের ইঞ্জিন। স্থানীয় গ্রামবাসীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। প্রায় ৫০-৬০ হাজার ক্ষয়ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়দের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে। খবর শুনে ঘটনা স্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ।
এই ঘটনার জেরে সরকারের কাছে আর্জি ক্ষতিগ্রস্ত পরিবারের। সরকারিভাবে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই ঘটনায় রতুয়ায় দমকল কেন্দ্র তৈরির জোরালো দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতি সদস্য।