এনএফবি, শিলিগুড়িঃ
সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের ডাঙ্গরভিটা এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে দাঁতাল হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম লাপাই মার্ডি।
জানা গিয়েছে, এদিন টুকরিয়া জঙ্গল লাগোয়া নদীতে সকালে মাছ ধরতে যান ওই যুবক। মাছ ধরার সময় জঙ্গল থেকে দাঁতাল বেরিয়ে পড়লে দাঁতালের মুখে পড়ে মৃত্যু হয় যুবকের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়াঝাড় বনদফতর ও খড়িবাড়ি থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ ও পঞ্চায়েত সদস্য। বনবিভাগের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে জানিয়েছেন তিনি।