এনএফবি,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর রঞ্জিতপুরে পারিবারিক বিবাদের জেরে গুরুতর আহত হলেন স্ত্রী ৷ আর মৃত্যু হল স্বামীর ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷
জানাগেছে , পেশায় রাজমিস্ত্রি মুরসালিম শুক্রবার কলকাতায় কাজ শেষ করে মুর্শিদাবাদে আসে ৷ সাগরদিঘীর একই পঞ্চায়েতের বাসিন্দা মুরসালিম এবং রঙ্গিলা বিবির সঙ্গে বেশ কয়েক বছর আগেই বিয়ে হয়। মুরসালিমের স্ত্রী রঙিলা বিবি তার বাবার বাড়িতে ছিলেন ৷ শুক্রবার কলকাতা থেকে ফিরে মুরসালিম স্ত্রীকে রঞ্জিতপুরে ফিরিয়ে নিয়ে যান ৷ রবিবার রাত ৯টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হলে রঙ্গিলা বিবির উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মুরসালিম ৷ ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন রঙ্গিলা ৷ এদিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে আম বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মুরসালিমকে । ঘটনাস্থলে সাগরদিঘী থানার পুলিশ এসে রঙ্গিলা কে চিকিৎসার জন্য দ্রুত সাগরদিঘী হাসপাতালে পাঠায় এবং মুরসালিমের দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য । যদিও তাদের ৩ বছরের শিশু ঘরেই ঘুমিয়ে ছিল ৷
কিছুদিন আগে সাগরদিঘীর ভূপেন্দ্র নগরে ঠিক একইভাবে স্বামী-স্ত্রীর ঝামেলায় একই পরিবারের মা ও তিন সন্তান নদীতে ঝাঁপ দেয়। একের পর এক ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর এলাকাজুড়ে।