এনএফবি,মুর্শিদাবাদঃ
সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের আহত আরও এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে বুধবার দৌলতাবাদ থানার ছয়ঘড়ি হাজামপাড়া প্রাইমারী স্কুলের কাছে। স্থানীয় সূত্রে খবর প্রায় ১০ দিন আগে এলাকার কয়েকজন নির্মীয়মান শ্রমিক একটি সেপটিক ট্যাঙ্ক তৈরীর কাজ শুরু করেন। বুধবার দুই জন নির্মীয়মান শ্রমিক সেই সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের তক্তা (স্যাটারিং) খোলার কাজ করছিলেন। সেই সময় একজন শ্রমিক অচৈতন্য অবস্থায় সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। স্থানীয় কয়েকজন শ্রমিক ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারীদের একজনও ট্যাঙ্কে পড়ে যান। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম নুরজামাল সেখ (৩৫)। মৃত ব্যক্তি নির্মীয়মান শ্রমিক। আহত ব্যক্তির নাম জানা যায়নি, তবে সে ভিন রাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।