এনএফবি, কোচবিহারঃ
ভাঙা বাঁশের সাঁকো, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। আর এই ভাঙা বাঁশের সাঁকো নিয়ে প্রতিবাদে নামলো কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন টাকা গাছের বাঘাযতীন কলোনী এলাকার মানুষেরা।
জানা যায়, ওই এলাকের এই বাঁশের সাঁকো বিগত বেশ কয়েক বছর ধরেই ভাঙা। আর এই ভাঙা বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুকি নিয়ে পারাপার করছে স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের মানুষেরা। আর যা নিয়ে আজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে দেখায় এলাকার মানুষেরা।
স্থানীয়দের অভিযোগ,বিগত বেশ কয়েক বছর ধরেই এই বাঁশের সাঁকো ভেঙে চৌচির। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ পারাপার করছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আর এই কারণেই একপ্রকার বাধ্য হয়ে বিক্ষোভ দেখান আমজনতা।