পানীয় জলের সুরাহা হওয়ায় খুশি দেওগাঁওবাসী

এনএফবি,আলিপুরদুয়ারঃ

দীর্ঘদিন পর এলাকায় পানীয় জলের সুব্যবস্থা হওয়ায় খুশি এলাকাবাসী। এতদিন এলাকাবাসীকে পানীয় জল আনতে অন্যের বাড়ি যেতে হতো। বিশেষ করে সমস্যায় পড়তেন ওই এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা। সোমবার এলাকাবাসীর দাবি মেনে ডিপ টিউবওয়েল বসায় খুশি সকলে। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এর দোকান পাড়ে বসে ওই ডিপ টিউবওয়েল। দীর্ঘদিন পর কল বসায় খুশি স্থানীয় বাসিন্দারা সহ ব্যবসায়ী মহল।

স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র