জেলাফিচার

মজুরি এবং কাজের সময় বৃদ্ধির দাবিতে জেলা শাসককে ডেপুটেশন

এনএফবি,মুর্শিদাবাদঃ

এনআরইজিএ প্রকল্পের কাজের দিন ও মজুরি বৃদ্ধির দাবিতে বহরমপুরে ডিএম অফিসে সারা ভারত খেতমজুর ইউনিয়নের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হল ৷

জানা গেছে, সোমবার দুপুরে বহরমপুর সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন কার্যালয় থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। মিছিল টেক্সটাইল কলেজ মোড় আসতেই পুলিশের বিশাল ব্যারিকেড মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে ক্ষেতমজুর ইউনিয়ন নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। সারা ভারত খেতমজুর ইউনিয়নের দাবি এনআরইজিএ প্রকল্পের কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ২০০ দিন করতে হবে। পাশাপাশি মজুরি করতে হবে দিন প্রতি ৬০০ টাকা।

এই দাবি নিয়ে ক্ষেতমজুর ইউনিয়ন সদস্যদের প্রতিনিধিদল মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যায়।

নিজস্ব চিত্র