এনএফবি নিউজডেস্কঃ
বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বহরমপুর গার্লস’ কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যার থিম ছিল “Developed India: commitment of BERHAMPORE GIRLS’ COLLEGE to the society”।
বহরমপুর গার্লস’ কলেজ শিক্ষার প্রসারে তার সুদীর্ঘ যাত্রাপথে, সম্প্রতি সমাজের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। “উন্নত ভারত” গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।
এই প্রোগ্রাম যৌথভাবে উদ্যোগ নিয়েছিলেন কলেজের এনএসএস এবং এনসিসি ইউনিট, আইকিউএসসির (IQAC) তত্ত্বাবধানে।
কলেজের অধ্যাপিকা কেয়া ঘটক বলেন, “আমাদের ছাত্রীরা কেবল একাডেমিক ক্ষেত্রে নয়, সমাজকল্যাণেও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা উন্নত ভারতের স্বপ্ন দেখি, যেখানে শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে এক নতুন সমাজ গড়ে উঠবে।”
অধ্যাপক গোকুল সরকার এর মতে যে উন্নত ভারত তখনই সম্ভব যখন পরিকাঠামোতে বিনিয়োগ , অবকাঠামো-সড়ক, রেলপথ এবং ডিজিটাল নেটওয়ার্কের আধুনিকায়নে বিনিয়োগ হবে। সংযোগ অগ্রগতির চাবিকাঠি। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা: সকল নাগরিকের জন্য মানসম্পন্ন শিক্ষা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করণ দরকার।
এই উদ্যোগের অংশ হিসেবে, কলেজটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক সচেতনতা কর্মসূচি, যেমন পরিবেশ সংরক্ষণ, নারীস্বাস্থ্য, এবং শিক্ষার প্রসারে কাজ করে চলেছে। সম্প্রতি কলেজের ছাত্রীরা শহরের বস্তি এলাকায় গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছেন। এছাড়াও, প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে প্লাস্টিক ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ছাত্রীরা নাচে গানে ভরিয়ে দিয়েছিল আজকের অনুষ্ঠান। উন্নত ভারতের উদ্দেশ্যে এবং স্বাধীনতা প্রকাশের আনন্দে ছাত্রীরা পথ চলতি মানুষের হাতে পতাকা তুলে দেয়।
বহরমপুর গার্লস’ কলেজের এই উদ্যোগ প্রমাণ করে যে শিক্ষা কেবলমাত্র পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজকে বদলে দেওয়ার শক্তি রাখে। “উন্নত ভারত” গড়ার পথে এই কলেজের প্রতিশ্রুতি ও অবদান সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কাম্য।