অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মনোতোষ চাকলাদার, মহম্মদ রফিকদের আগেই ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নিয়েছিল চেন্নাইয়ান এফসি। এবার ইস্টবেঙ্গলের হাতছাড়া হতে চলেছে আর এক বঙ্গতনয়। এবার গোলকিপার দেবজিৎ মজুমদারও চলে যাচ্ছেন চেন্নাইতে।
প্রসঙ্গত গত মরশুমেও চেন্নাইতেই ছিলেন দেবজিৎ। তাকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিতেও রাজি ছিল লাল হলুদ ক্লাব। দেবজিৎও রাজি ছিলেন, কারণ গত মরশুমে চেন্নাই তাকে সেভাবে দলে সুযোগ দেয়নি। তবে জুলাই মাসের আগে চুক্তি পত্রে সই হবে না ক্লাবে । নতুন ইনভেস্টর ইমামি তাকে দলে নেবে কিনা সেই বিষয়ে নিশ্চয়তা নেই। সেই কারণে অপেক্ষা করতে রাজি নন দেবজিৎ। চেন্নাইয়িনের অনুশীলন কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তাই আর অপেক্ষা না করে দক্ষিণী ক্লাবে চলে যাবেন তিনি।
দুই প্রধান জার্সিই গায়ে চাপিয়েছেন দেবজিৎ। সেই বছরেই ফেডারেশনের কাপ জয়েও দেবজিতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।এরপর এটিকে জার্সি গায়ে আইএসএলে নামেন। মুম্বাই এফসির হয়েও মাঠে নামেন।এরপরে ফের ফিরে আসেন আই লিগে। মোহনবাগানের ২০১৯-২০ আই লিগ জয়ী দলেরও সদস্য ছিলেন ।
রবি ফাউলারের কোচিংয়ে ২০২০-২১ লাল হলুদ জার্সিতে মাঠে নামেন তিনি । এরপর তাকে ছেড়ে দেওয়া হয়, চেন্নাইতে যান দেবজিৎ। গত সপ্তাহের শুরুর দিকে প্রায় তিন সপ্তাহ ধরে আইনজীবীর সঙ্গে আলোচনা করে বিভিন্ন শর্তাবলি দিয়ে চুক্তির খসড়া বানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়েছিল ইমামি। সেই চুক্তি নিয়ে কর্মকর্তারা ক্লাবের আইনজীবীর সঙ্গে আলোচনা করে, ভাল করে পরীক্ষা-নিরিক্ষা করে, বেশ কিছু জায়গায় সংশোধন করেন এবং নিজেদের দাবী জানিয়ে সেই চুক্তি ইমামিকে পাঠিয়ে দেন।
খসড়ার প্রাপ্তি স্বীকার করে ইমামির তরফে জানানো হয়েছে যে ইস্টবেঙ্গলের তরফে আসা চুক্তিপত্র তাদের লিগাল টিম ভালভাবে পরীক্ষা করে দেখার পরই তাঁরা মন্তব্য করবেন। এরপরই লাল-হলুদের সঙ্গে ইমামির চুক্তি সম্পন্ন হবে। আগামী ১ জুলাই পারিবারিক অনুষ্ঠানের জন্য সেখানেই চুক্তি হওয়ার কথা ফুটবলাররা দল ছাড়ায় চিন্তায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কারণ ইমামির সঙ্গে চুক্তি হলেও দল গঠন থমকে গিয়েছে লাল হলুদে। ফুটবলারদের ধরে রাখতে পারছে না ক্লাব কর্তারা। নতুন ইনভেস্টরের সঙ্গে কর্তাদের চুক্তি জট এখনও কাটেনি। এমন অবস্থায় দলের প্রাক্তনরা জানিয়েছেন, যদি না ঠিক মতো দল গঠন করা যায় তাহলে যেন ইস্টবেঙ্গল আইএসএল-এ না নামে। এমন অবস্থায় বেশ চাপে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।