নীল পুজোয় মন্দিরে মন্দিরে ভক্তের ঢল

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

নীল ষষ্ঠীর দিনে বুধবার দেবাদিদেব শিবের মাথায় জল ঢালার ও পুজো দেওয়ার জন্য বিভিন্ন শিব মন্দিরে ভিড় জমান অসংখ্য ভক্তরা। আর সেই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খারুই গ্রামে।

এই খারুই গ্রামের শম্ভুনাথ জিউর মন্দিরে জল ঢালার এবং পুজো দেওয়ার জন্য সকাল থেকে ভিড় জমিয়েছেন কয়েক হাজার শিব ভক্তেরা। প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই শম্ভুনাথ জিউর মন্দির। বছরের পর বছর এই ভাবেই নিয়ম বিধি মেনে পুজো হয়ে থাকে মন্দিরে। আজ নীল ষষ্ঠী এবং আগামীকাল রয়েছে চড়ক।

ভক্তদের ভিড়। নিজস্ব চিত্র

সব মিলিয়ে এই খারুই গ্রামে প্রতি বছর শিবের মাথায় জল ঢালা ও চড়ক দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় হয়ে থাকে। বুধবার সকাল থেকেই সেই ছবি ধরা পড়লো অগনিত ভক্তের ভিড়।