নন্দীগ্রামে মৎস্যজীবিদের ডিজিটাল সংযুক্তি

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছানোর উদ্দেশ্যে নেওয়া হল। এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে নন্দীগ্রামে।

নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১” নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এর মাধ্যমে কোন মৎস্যচাষি, মৎস্যজীবি ও নব মৎস্য-উদ্যোক্তা বা অন্য কোন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করতে পারবেন। এরফলে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, নির্দেশিকা ও চাষের যাবতীয় তথ্য পাবেন। শুক্রবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টারের উদ্বোধন করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি।

এই প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে মৎস্য দপ্তর থেকে জানা গেছে, “আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা করা, মৎস্যচাষীরা একজন আরেকজনের সহযোগিতা করা, একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য।
এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, মৎস্য সম্প্রসারনের উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে তিনি বৈঠক করছেন। তিনিঁ আরো জানান অতি সহজে মাছ চাষীদের এই গ্রুপে যুক্ত হতে দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি এলাকার সকল মৎস্যজীবী এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ প্রকাশ করেছেন।