জেলা

খড়্গপুর শহরটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে প্রচারে বেরিয়ে মন্তব্য দিলীপের

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভা নির্বাচন,তাই রবিবার সকালবেলা খড়্গপুর পৌঁছোলেন দিলীপ ঘোষ

এদিন তিনি রেল স্টেশনে চা চক্রে যোগদানের পর খড়্গপুর পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চরণজিৎ সিং এর প্রচারে বের হন ৷ খড়্গপুর পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাজুড়ে সকালবেলা ঢাক ঢোল সাথে নিয়ে প্রচার সারলেন বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান , খড়্গপুর শহরটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা ৷ তিনি আরও বলেন ফুটপাত ভেঙে গুড়ো হয়ে গেছে, হাঁটতে গেলে হোচট খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ সার্বিক উন্নতি করার জন্য আমরা লড়াই করছি, এই পুরসভা নির্বাচনে আমাদের যদি বোর্ড গঠন হয় তাহলে স্বচ্ছ খড়্গপুর শহর উপহার দেবো শহরবাসীকে ৷ পাশাপাশি তিনি বলেন বিগত দিনে খড়্গপুর শহরে পুলিশকে দিয়ে তৃণমূল রাজনীতি করে এসেছে ৷ গতবারে এরকম ঘটনা ঘটেছে তবে কোনো কাজ হয়নি, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট করানো যায় না ৷ আমরাও সাধারণ মানুষের সঙ্গে রয়েছি আমরাও দেখবো ফ্রী ফায়ার ইলেকশন কি ভাবে হয় ৷ পাশাপাশি সম্পূর্ণভাবে আশাবাদী তিনি জেতার পক্ষে ৷ তিনি বলেন ফ্রী ফায়ার নির্বাচন হলে তৃণমূল জিততে পারবেনা ৷ হলে পুলিশকে ব্যবহার করতে হবে, না হলে মাফিয়া গুন্ডাদের ব্যবহার করতে হবে ৷ তবে যেটা কলকাতা ও আসানসোলে হয়েছে সেটা অন্য জায়গায় করতে পারবে না এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ভোটের ময়দানে এবার মা – মেয়ের লড়াই