এনএফবি, বালুরঘাটঃ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বোঝালো স্থানীয় পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের অন্তর্গত পশ্চিম গঙ্গাসাগর দক্ষিণ পাড়ায়।
জানা যায়, এই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষকা নিয়তি সরকার প্রায় দিনই স্কুলে ঠিক সময়মতো আসেন না। অভিভাবকদের অভিযোগ, সঠিক সময়ে স্কুল না খোলায় পড়ুয়ারা স্কুলে আসতে পারে না। পড়াশোনার পাশাপাশি মিড-ডে মিল পায়না তারা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো নিয়েও ক্ষোভ রয়েছে অভিভাবকদের। তারা জানিয়েছে, এর আগে উচ্চপদস্থ আধিকারিকদের এবিষয়ে জানালে কিছুদিন স্কুল ঠিক সময়তে চললেও এখন আবার সেই পুরনো অবস্থাতেই ফিরে এসেছে। এ বিষয়ে শিক্ষিকা নিয়তি সরকারকে প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি।