এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দীর্ঘ জট কাটিয়ে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করলো জেলা প্রশাসন। জাতীয় সড়কের উপর টোটোর দাপাদাপির প্রতিবাদে জেলার পাশাপাশি সমস্ত পকেট রুটেও দীর্ঘ কয়েকদিন ধরে বাস পরিষেবা বন্ধ রেখেছিল দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকরা। যদিও পড়ে প্রশাসনের আশ্বাস পেয়ে পুনরায় বাস পরিষেবা চালু করে তারা। বাস মালিকরা জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করা-সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে প্রশাসনের দ্বারস্থ হন।
বাস মালিকদের সেই দাবি মেনে জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধে নোটিশ করলো জেলা প্রশাসন। সংবাদ মাধ্যমকে এই নোটিশ জারির কথা জানিয়েছেন, জেলা পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাস মালিকরা।