এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
জেলার ৬৪ টি সংঘ সমবায় কে নিয়ে বালুরঘাটে বৈঠক করলো জেলা প্রশাসন ৷ দক্ষিণ দিনাজপুর জেলার ৬৪ টি মহিলা পরিচালিত সংঘ সমবায়ের সদস্যদের নিয়ে এদিনের এই বৈঠক করা হয় ৷ স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের যে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হয়, এবছর সারা রাজ্য জুড়েই সেই ইউনিফর্ম তৈরি করবে সংঘ সমবায়ের সদস্য স্বনির্ভর দলের মহিলারা। দক্ষিণ দিনাজপুর জেলাতেও ইউনিফর্ম তৈরি করবে সংঘ সমবায়ের সদস্যরাই ৷ তাই এই কর্মসূচি শুরু হওয়ার আগে এই সংঘ সমবায়ের মহিলারা কতটা তৈরি তা জানতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু ছায়া সভাগৃহে বৈঠক করা হয় ৬৪ টি সংঘ সমবায়ের মহিলাদের নিয়ে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বেজ, বিবেক কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।