ক্রীড়া

দ্রাবিড়-কোহলি জুটির প্রথম সিরিজ জয়

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রাহুল দ্রাবিড়-বিরাট কোহলির জমানায় প্রথম সিরিজ জয়। ভারতীয় কোচ হিসেবে টানা দ্বিতীয় সিরিজ জয় রাহুল দ্রাবিড়ের। সেই প্রসঙ্গে মুম্বই টেস্ট শেষে অধিনায়ক বিরাট বলেন, “নতুন কোচ এলেও আমাদের মানসিকতায় কোনও বদলে আসেনি।” এরপরে বিরাট বোঝালেন তিনি ক্যাপ্টেন্সি ছাড়তে চান। তার কথায়, “নতুন লিডার তৈরি করতে হবে, তরুণরা যাতে ভালো ক্রিকেটে কেরিয়ার গড়তে পারেন তাতে সহযোগিতা করতে আমাদের মতো সিনিয়রদেরও উদ্যাগী হতে হবে।” আসন্ন দক্ষিণ আফ্রিকায় সিরিজ নিয়ে বিরাট বলেন,”এবার অনেক অভিজ্ঞ দল হিসেবেই প্রোটিয়াদের দেশে যাচ্ছে ভারত। কেপ টাউনে সব কিছু ঠিকঠাক চললে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি, তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচ। বিরাট বলেন, “দক্ষিণ আফ্রিকায় আমাদের ভালো চ্যালেঞ্জ সামলাতে হবে। তবে আমাদের দলে এখন অভিজ্ঞতাও বেশি। আমাদের বিশ্বাস রয়েছে বিশ্বের যে কোনও প্রান্তে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জ জেতার জন্য সকলেই মুখিয়ে রয়েছেন।” এদিকে, মুম্বই টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল, সিরিজ-সেরা অশ্বিন। দুজনেই দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফর্ম করতে মুখিয়ে। অশ্বিনও বিশ্বাস করেন, এবার ভারত দক্ষিণ আফ্রিকা থেকেও সিরিজ জিতেই ফিরবে।